বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠানোর ঘোষণা বাহরাইনের

রয়টার্স : আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটে অংশ নিতে বাহরাইন সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাবে বলে গত শুক্রবার উপসাগরীয় দ্বীপ দেশটি জানিয়েছে। বাহরাইনের প্রধান মিত্র সৌদি আরব সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণার একদিন পরে বাহরাইন এ ঘোষণা দিল। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল-খলিফা গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে সৌদীর সঙ্গে যুগপৎভাবে বাহরাইন কাজ করতে চায়। সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে বাহরাইন প্রস্তুত। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতও স্থল অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আরব আমিরাত সৌদী প্রভাবিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্যতম সদস্য দেশ। গত বৃহস্পতিবার সৌদি আরব জানিয়েছে, মার্কিন জোট সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোধ করলে সৌদি তাদের সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত।

অনলাইন আপডেট

আর্কাইভ