বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

অ্যাথলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে খানিকটা এগিয়ে গেল বার্সেলোনা। কাম্প ন্যুতে গত শনিবার বার্সেলোনার মাঠে কোকের গোলে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো। প্রথমার্ধেই মেসি সমতা ফেরানোর পর বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষের দিকে দশজনের দলে পরিণত হওয়ার পর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরেকটি লাল কার্ডে ম্যাচে আর ফিরতে পারেনি অতিথিরা। দশম মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো। ডান দিক থেকে আসা দারুণ ক্রসে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক ব্রাভোকে পরাস্ত করেন স্পেনের মিডফিল্ডার কোকে। লা লিগার আগের পাঁচটি ম্যাচে গোল খায়নি দিয়েগো সিমেওনের দল, তাই বার্সেলোনা সমর্থকদের চিন্তাটা আরও বাড়ে। ৩০ মিনিটেই আলবার পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। মাঝ মাঠ থেকে চিপ করা বল এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে দখল করে দুরূহ কোণ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ৪৪তম মিনিটে মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইস। ৫৬তম মিনিটে অবশ্য প্রায় গোল করে ফেলেছিলেন অ্যাথলেটিকোর গ্রিজমান। উঁচু ক্রসে পা উঁচিয়ে বল জালের দিকে পাঠিয়েছিলেন ফ্রান্সের এই স্ট্রাইকার। বল ব্রাভোর পায়ে লাগায় সে যাত্রায় রক্ষা পায় বার্সেলোনা। ৬৫তম মিনিটে সুয়ারেজকে অযথা ফাউল করে তারই স্বদেশী দিয়েগো গদিন লাল কার্ড দেখলে বলতে গেলে সব আশা শেষ হয়ে যায় অ্যাথলেটিকোর। নয়জন নিয়ে বার্সেলোনার একের পর এক আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় খেলোয়াড়দের। এই জয়ে ২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। এক ম্যাচ বেশি খেলা অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৮।

অনলাইন আপডেট

আর্কাইভ