শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীপুরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ॥ হত্যার হুমকি

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামালের নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান মন্ডল ও তার সমর্থকরা বাধা প্রদানসহ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলহাজ্ব মোস্তফা কামাল রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, সকাল ১১টার দিকে ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি বিশনাইদ এলাকায় মোস্তফা কামালের পক্ষে নির্বাচনী প্রতীক (পানির বোতল) নিয়ে তার সমর্থক কফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, আলম, নুরুল ইসলামসহ আরও কয়েকজন প্রচারনা চালানোর সময় প্রতিদ্বন্ধী প্রার্থী কামরুজ্জামান মন্ডল (উট পাখি মার্কা) ও তার সহযোগী আসাদ মন্ডল, গোলাপ, বাবুল মন্ডলসহ ১০/১৫জন প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দেয়। এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী মোস্তফা কামাল জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান মন্ডল ও তার লোকজনের হুমকির কারণে আমার সমর্থকরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন না। এমনকি তিনি গত দু’দিন পূর্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন বলে জানান। এ ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান মন্ডল জানান, আমি বা আমার কোন লোকজন কোন প্রার্থীর লোকজনদের ভয়ভীতি ও হুমকি দেয়ার কোন ঘটনা ঘটে নাই।

অনলাইন আপডেট

আর্কাইভ