শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহী বিএনপির দুই মেয়রপ্রার্থী বহিষ্কার

চারঘাট (রাজশাহী) সংবাদদতা : রাজশাহীর চারঘাট উপজেলার পৌর বিএনপির সভাপতি পৌরসভার মেয়র প্রার্থী কায়েম উদ্দিন সরদার ও বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক পৌরসভার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মাস্টারকে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার  করেছে কেন্দ্রীয় কমিটি।
গত সোমবার বিকেলে কেন্দ্র থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ফ্যাক্স বার্তার মাধ্যমে তাদের দু’জনের বহিষ্কারের কপি প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ। তিনি জানান, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে চারঘাট পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলকে এবং বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হককে কেন্দ্রীয় কমিটি দলীয়ভাবে মনোনয়ন প্রদান করেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে চারঘাটে কায়েম উদ্দিন এবং আড়ানীতে নজরুল ইসলাম মাস্টার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হন। দলীয়ভাবে একাধিকবার দলীয় প্রার্থীর বাইরে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হলেও তারা দু’জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। এ কারণেই তাদের দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার  করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ