শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ম্যানসিটিকে হারিয়ে লিগে দ্বিতীয় স্থানে আর্সেনাল

আর্সেনলের বিজয় উল্লাস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে শক্তভাবেই টিকে রইল আর্সেনাল। নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে আর্সেন ভেঙ্গারের দল। গত সোমবার রাতে ম্যাচের প্রথমার্ধেই থিও ওয়ালকট আর অলিভিয়ে জিরুদের গোলে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ম্যাচের শেষ দিকে ব্যবধান কমান ইয়াইয়া তুরে। মওসুমের প্রথম ম্যাচে হারার পর থেকে এখন পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামে লিগে কোনো ম্যাচে হারেনি আর্সেনাল। অন্যদিকে মানুয়েল পেল্লেগ্রিনির সিটি গত সেপ্টেম্বর থেকে লিগে অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি। প্রথমার্ধের ৩৫তম মিনিটে মেসুত ওজিলের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের একটু বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন ওয়ালকট। প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার মানগালার ভুলে বল পেয়ে যায় আর্সেনাল। বাঁদিকে ডি-বক্সে ওজিলের বাড়ানো বলে কোণাকুণি শটে গোলরক্ষক জো হার্টকে ফাঁকি দেন জিরুদ। ফরাসী এই ফরোয়ার্ডের এটি মওসুমের দশম লিগ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই হোয়েল ক্যাম্পবেল ভালো একটা সুযোগ না হারালে ৩ গোলে এগিয়ে থাকতো আর্সেনাল। অ্যারন র‌্যামজির একটি প্রচেষ্টাও ঠেকিয়ে দেন গোলরক্ষক হার্ট। ৮২তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে তুরের আচমকা শটে ব্যবধান কমায় সিটি। তবে বাকি সময়টায় নিজেদের গোল অক্ষত রেখে পুরো ৩ পয়েন্ট তুলে নেয় স্বাগতিকরা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ‘গানার্স’ নামে পরিচিত দলটি। আর এ নিয়ে লিগে পাঁচটি ম্যাচহারা সিটি ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ