শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

স্পেনে সরকার গঠনের ‘দায়িত্ব’ চান বর্তমান প্রধানমন্ত্রী

ডয়চে ভেলে : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাজয় বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের চেষ্টা করা তার দলের ‘দায়িত্ব’। স্পেনের নির্বাচনে তার দল পপুলার পার্টি সর্বোচ্চ আসনে বিজয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কোয়ালিশন গঠনের চেষ্টা করবে এই রক্ষণশীল দলটি। উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে পপুলার পার্টি ও সোশ্যালিস্ট পার্টি পালাক্রমে স্পেনের সরকার পরিচালনা করে আসছে। তবে এবারের নির্বাচনী ফলাফল বলছে, ক্ষমতাকেন্দ্রে দুই-দলের আধিপত্যের দিন শেষ করে সে দেশে নতুন রাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়েছে ভোটাররা বাম ও উদারপন্থিদেরই দিকেই ঝুঁকেছেন এবারের নির্বাচনে এই প্রথম রক্ষণশীল ও সমাজতান্ত্রিক দুই বড় দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ