ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

আইএসের ওপর তুরস্কের বিমান হামলা

সিরিয়ায় স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তুর্কি বিমান বাহিনী।

শুক্রবার ভোরের দিকে তিনটি জঙ্গি বিমান আইএসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায়।

আঙ্কারা কর্তৃপক্ষের সঙ্গে চরমপন্থীদের উত্তেজনা বৃদ্ধির পর সীমান্তের ওপর থেকে দ্বিতীয় দিনের মতো হামলাটি চালানো হলো।

প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৪টার (গ্রিনিচ মান সময় ০১০০) কিছু আগে এই হামলা চালানো হয়। এতে আইএসের তিনটি অবস্থান ধ্বংস হয়।

এদিকে তুরস্কে শুক্রবার দেশব্যাপী সন্দেহভাজন আইএস জিহাদি ও কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চালিয়ে ২৫১ জনকে আটক করা হয়েছে। দেশটিতে উপর্যুপরি ভয়াবহ সহিংসতার পর এ অভিযান চালানো হল।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ২৫১ জনকে আটক করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ১৩টি প্রদেশে এই অভিযান চালানো হয়।-শীর্ষ নিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ