ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

নেদারল্যান্ডসের টিভিতে নবী মুহাম্মদ (স.) এর কার্টুন প্রচারের সিদ্ধান্ত

নেদারল্যান্ডসের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক খ্রীয়ার্ট উইল্ডাহর্স জানিয়েছেন, তিনি আজ সেদেশের টেলিভিশনে নবী মুহাম্মদের কার্টুন প্রচার করবেন।

রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্য প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে যে সময় বরাদ্দ করা হয়, সেরকম একটি অনুষ্ঠানে এই কার্টুন প্রচারের পরিকল্পনা করছেন তিনি।

গত মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এই একই কার্টুনের প্রদর্শনী হয়েছিল। ঐ অনুষ্ঠানে দুজন সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা করার সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়। অনুষ্ঠানে খ্রীয়ার্ট উইল্ডার্সও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ব জুড়ে মুসলিমরা যখন পবিত্র রমজান মাসে রোজা রাখছেন, সেরকম এক সময়ে নবী মোহাম্মদের কার্টুন টেলিভিশনে প্রচারের এই সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে নেদারল্যান্ডসের দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তথ্য সূত্র: বিবিসি

অনলাইন আপডেট

আর্কাইভ