ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

চট্টগ্রামে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

চট্টগ্রামে আটকের পাঁচদিন পর পুলিশ হেফাজতে মো. ইমাম হোসেন (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়।

তাকে আটককারী বোয়ালখালী থানা পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপান ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমাম হোসেনের। 

তবে এলাকাবাসীর দাবি, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  গত ৬ মে সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা গ্রাম থেকে ইমাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।  আদালতে আনার পূর্বে ৭ মে দুপুরে থানায় অসুস্থ হয়ে পড়েন ইমাম হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওইদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন,‘এর আগেও মাদকসহ গ্রেফতার হয়ে ছয়মাস সাজা কেটেছিলেন ইমাম হোসেন।  ৬ মে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। ৭ মে আদালতে নেওয়ার সময় থানায় অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকরা জানান।  সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
-শীর্ষনিউজ ডট কম

অনলাইন আপডেট

আর্কাইভ