শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দুপচাঁচিয়ায় মাদকসেবীর কারাদণ্ড

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়ায় প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খান এ দণ্ড প্রদান করেন। দন্ডিত রফিকুল ইসলাম (২১) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পুঠিরা এলাকার শাহ জামাল আলীর ছেলে। তাকে সোমবার বগুড়া জেলা কারাগারে প্রেরণ করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। জানা গেছে, এ উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে মাদকসেবনকালে রোববার বিকালে মাদকসেবী রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।
ফেনসিডিলসহ আটক
বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শান্তাহার সার্কেল। আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জের রুস্তম আলীর ছেলে। জানা গেছে, গত রোববার বিকালে বগুড়া-নওগাঁ সড়কের উপজেলার চৌমুহনী বাজারের অদূরে তাওসিফ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল। পরে তাকে দুপচাঁচিয়া থানা পুুলিশের নিকট সোপর্দ করা হয়। এ ব্যাপারে রাতেই শান্তাহার সার্কেল এর পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ