শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পলাশবাড়ীতে মুদি দোকানী অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি

ফেরদাউছ মিয়া, পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপি’র বরকতপুর গ্রামের মুদি দোকানী বেলাল হোসেনকে অপহরণ করে মারপিটের পর আড়াই লাখ টাকার মুক্তিপনের দাবির অভিযোগে থানায় মামলা দায়ের।
মামলার বিবরণ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বরকতপুর গ্রামের মৃত গোলাজার হোসেনের পুত্র মুদি দোকানী বেলাল হোসেনের সাথে একই গ্রামের মনির সাহার পুত্র আ: বারী টেক্কার দীর্ঘদিন যাবৎ  সামাজিক ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আ: বারী টেক্কা গংরা বেলাল হোসেন ও তার পরিবারবর্গকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ অবস্থায় গত ১২ এপ্রিল সকালে বেলাল হোসেন ভ্যান যোগে গালামাল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিয়ে একই গ্রামের তহিদুল মাস্টারের বাড়ির সামনে রাস্তায় পৌঁছিলে পূর্বে থেকে ওৎপেতে থাকা আসামীগণ বেলালের গতিরোধ করে এলোপাতারি মারডাং করে আসামী বারী টেক্কার বাড়িতে আটক রেখে নির্যাতন চালায়। এ খবর শুনে বেলালের জামাতা নান্নু মিয়ার কয়েকজন সাক্ষীকে নিয়ে তার শ্বশুরকে উদ্ধারের জন্য আসামীদের বাড়িতে গেলে আসামীগণ তার প্রতি দূর ব্যবহার করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাতে নান্নু রাজি না হলে আসামীগণ ০১৭৬১-৫৭৬৫৮১, ০১৭১৭-১৬৮৯৫০, ০১৯১৬-৪৪৮৩০৪, ০১৭৭২-৪৯৬৫৮১ এবং ০১৯৬৫-৮১৬৭০২, নং মোবাইল হতে অপহৃত বেলাল হোসেনের পুত্রের ০১৭৬১-৫৭৬৫৬৮ নম্বরে ফোন করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে অপহৃতার জামাতা নান্নু মিয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় নামীয় ১০ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা ০৭, তারিখ: ১৬/০৪/২০১৫ইং দায়ের করলে থানা পুলিশ একাধিক দিন অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে পারেনি এবং অপহৃত বেলাল হোসেনকেও উদ্ধার করতে পারেনি। অপহৃত বেলাল হোসেন  দীর্ঘ ৮ দিনেও উদ্ধার না হওয়ায় তার পরিবার পরিজন শংকিত হয়ে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ