ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

৭ খুনের মামলায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার দুই মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে বুধবার সন্ধ্যায় এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, দুই মামলায় অভিযোগপত্র নিয়ে বিচারক আগামী ১১ মে অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছেন।

অভিযোগপত্রে র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৫ র্যাব সদস্যকে আসামি করা হয়েছে। বাকি ১০ জনের মধ্যে নূর হোসেনও রয়েছেন।

ফজলুর রহমান বলেন, অভিযোগপত্রে ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ১২৭ জনকে দুই মামলায় সাক্ষী করে ১৬২টি আলামতের কথা উল্লেখ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে পাওয়া যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ