ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বগুড়া ও পঞ্চগড়ে ৪ গাড়িতে অগ্নিসংযোগ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের সঙ্গে ৭২ ঘণ্টা হতালের দ্বিতীয় দিন বগুড়া ও পঞ্চগড়ে চারটি গাড়ীতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা।

বগুড়ায় একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
আজ সোমবার ভোর পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এ আগুন দেয়া হয়।
পুলিশ জানায়, ভোরে দুর্বৃত্তরা মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি মাছবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ওই এলাকায় একটি ট্রাক এলে সেটিকে ধাওয়া করে। চালক প্রাণভয়ে ট্রাক নিয়ে স্থানীয় একটি স-মিলের ভেতরে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা সেখানেই ট্রাকটিতে আগুন দিলে সেটি পুড়ে যায়।
ট্রাকের চালক রফিকুল ইসলাম জানান, তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আলু কেনার জন্য কাহালুর বিবিরপুকুরে যাচ্ছিলেন।
এর আগে রবিবার রাতে শহরের বনানীতে একটি যাত্রীবাহী কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
সদর থানার ওসি আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনে চোরাগোপ্তাভাবে আগুন দেয়া হচ্ছে। পুলিশ বুঝে ওঠার আগেই হঠাৎ করেই গলি থেকে এসে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটাচ্ছে।’

পঞ্চগড়ে পার্কিং করা অবস্থায় পেট্রল ঢেলে দু‘টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস ২ টির বেশ কিছু অংশ পুড়ে যায়।সোমবার ভোর রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সাইম স্বপ্নিল ও জয় স্বাক্ষর নামে পার্কিং করা দু’টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অনলাইন আপডেট

আর্কাইভ