ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নাইজেরিয়ায় ১৮৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে অন্তত ১৮৫ জনকে অপহরণ করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। অপহৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বর্নো প্রদেশের গুমসারি শহরে গত রবিবার এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানা গেছে। বোকো হারামের একদল সশস্ত্র সদস্য সেখানে হামলা চালায়। অপহরণের পাশাপাশি শহরটির ৩২ জন বাসিন্দাকে হত্যাও করে তারা।

বর্নো প্রদেশের চিবক শহর থেকে চলতি বছরের এপ্রিলে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট জনাথন গুডলাক স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর দেশটিতে সন্ত্রাসবাদ বন্ধের অঙ্গীকার করলেও দিন দিন সেখানে সহিংসতা বেড়েই চলেছে।

বছরব্যাপী নাইজেরিয়ায় ধারাবাহিকভাবেই অপহরণের ঘটনা ঘটেছে। মূলত শিশুদের প্রশিক্ষণ দিয়ে যোদ্ধা বানিয়ে নিজেদের দল ভারী করতে এবং কিশোরী-তরুণীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করতেই তারা অপহরণ করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ