ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ‘আন্দোলনে যাবে জাপা’

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন ‘যেদিন থেকে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হবে সেদিন থেকেই জাতীয় পার্টি আন্দোলনে নামবে।’

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবলু এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‌ ‘দেশে খুন, গুম, অপহরণ, দুর্নীতি ও দুঃশাসনের কোনো দায় জাতীয় পার্টি নেবে না। কৌশলগত কিছু কারণে আমরা বর্তমান সরকারের সঙ্গে আছি।’

কৌশলগত কারণের ব্যাখ্যা করে জাপার এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের ৫০ জনের মধ্যে আমরা মাত্র দু’জন। এতে থাকা না থাকা সমান। মূলত আমরা কৌশলগত কারণে তাদের সঙ্গে আছি। তবে সরকার যদি জনগণের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।’

অনলাইন আপডেট

আর্কাইভ