শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

আগৈলঝাড়ায় সন্ধ্যা হলেই জুয়ার আসর

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যা হলেই বসছে রমরমা জুয়ার আসর। যুবকরা জুয়ার আসরে তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেকেই। স্থানীয় বিশ্বস্তসূত্রে জানা  গেছে, উপজেলার পয়সারহাট ব্রীজ এলাকার পূর্ব ও পশ্চিমপাড়ের নির্দিষ্ট কিছু বাড়িসহ আশেপাশের এলাকায় প্রতিদিন সন্ধ্যা হলেই বসে জমজমাট জুয়ার আসর। এসব আসরে স্থানীয় প্রভাবশালীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের বাশাইল, মাগুরা, কান্দিরপাড়, চেঙ্গুটিয়া, আমবৌলা স্লুইজগেট, বাগধা বাজার, ছয়গ্রাম, উত্তর শিহিপাশা, বাকাল বাজার, রামেরবাজার, কাঠিরা, হাওলা, সেরাল, টেমারসহ প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যা হলেই বসছে রমরমা জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দু’একটি স্থানে অভিযান চালিয়ে জুয়ারীদের ধরলেও অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। অনেক স্থানে জুয়ার আসরে খেলতে আসা জুয়ারীদের মোটা অংকের সুদের বিনিময়ে টাকা দেয় সুদী মহাজনের লোকজন। উপজেলার বিভিন্ন স্থানের সংখ্যালঘুদের ঘরে জুয়ার আসর বসাতে বাধ্য করে জুয়ারীরা। বিনিময়ে তাদের দেয়া হয় ৫শ’ থেকে ১ হাজার টাকা। বিপথগামী যুবকরা জুয়ার আসরে তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছে অনেকেই। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সেখানে জমজমাট জুয়ার আসর বসে।

অনলাইন আপডেট

আর্কাইভ