শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

লস অ্যাঞ্জেলেস জাদুঘরে ‘ব্লু মুন’ হীরক উন্মোচন

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি : লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে শুক্রবার ‘ব্লু মুন ডায়মন্ড’ উন্মোচন করা হয়েছে। ১২ ক্যারেটের রতœটিকে বিশ্বে বিরলতম হিসেবে গণ্য করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলীয় কালিনান খনিতে উজ্জ¦ল রঙ বিকিরণকারী রত্ন ডিপ ব্লু হীরাটি পাওয়া যায়। এক শতাব্দী আগে বিশ্বের সবচেয়ে বড় হীরক খন্ডটি সেখান থেকে তোলা হয়। খবর এএফপি’র।
শীর্ষ স্থানীয় হীরা সরবরাহকারী প্রতিষ্ঠান কোরা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সুজেট গোমস বলেন, ‘এমন উজ্জ্বল নীল রঙের হীরা অত্যন্ত বিরল।’ প্রতিষ্ঠানটি থেকেই হীরাটি ধার করা হয়েছে। সুজেট আরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক পাথর। সাম্প্রতিক কালে পাওয়া এই রঙ ও আকৃতির রতেœর মধ্যে এই পাথরটি বিরলতম।’

অনলাইন আপডেট

আর্কাইভ