শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফের উত্তপ্ত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উত্তেজনা

বরিশাল অফিস : নতুন ঘটনায় পুরাতন দাবি নিয়ে ফের উত্তপ্ত বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বৃহস্পতিবার ক্লাস বর্জন ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবশে ও মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষকরা স্থগিত করছে বৃহস্পতিবারে অনুষ্ঠিতব্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি দিয়েছে।

কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী জুয়েল জানান, দীর্ঘদিন ধরে এ কলেজে আবাসিক, শিক্ষক, পানি সংকটসহ পরিবহন ব্যবস্থা ও কমন রুম নেই। পাশাপাশি বহিরাগতদের সন্ত্রাসের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রায় সময় সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ করে আসছে।

কিন্তু এর কোনো প্রতিকার না হওয়ায় পুনরায় আমরা বহিরাগত সন্ত্রাসের হামলার শিকার হচ্ছি।

অনলাইন আপডেট

আর্কাইভ