শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চিকিৎসার অভাবে বিকলাঙ্গের পথে সাভার ট্রাজেডির অনেক শ্রমিক

 

সংগ্রাম ডেস্ক : সাভারে রানা প্লাজা ধসে গুরুতর আহত শ্রমিকদের অনেকেই যথাযথ চিকিৎসার অভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। অনেকে আবার চিকিৎসার অভাবে স্থায়ীভাবে বিকলাঙ্গ হবার পথে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে রানা প্লাজা ধসে গুরুতর আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান চিকিৎসকরা। নতুন বার্তা

আহত শ্রমিকদের চিকিৎসা দিতে গিয়ে তারা লক্ষ্য করেছেন, অর্থাভাবে দীর্ঘ মেয়াদে চিকিৎসা ও ফিজিওথেরাপি নেবার সামর্থ্য নেই অনেক শ্রমিকের।

আর সময়মতো চিকিৎসার অভাবে অনেকেই স্থায়ীভাবে প্রতিবন্ধী হতে পারেন বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।

সাজেদা ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার গ্রুপের সহায়তায় বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। এতে অংশ নেন ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসা প্রদানের পাশাপাশি তিন শতাধিক আহত শ্রমিকদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

স্থায়ী পঙ্গুত্ব বরণ থেকে আহতদের রক্ষা করতে সকলকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত গত ২৪ এপ্রিল সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে বহুতল রানা প্লাজা ভবন ধসে মারা যান এক হাজার ১৩২ জন শ্রমিক। আহত হন অসংখ্য শ্রমিক।

অনলাইন আপডেট

আর্কাইভ