শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাণিজ্যের মাধ্যমে দেশের ভাবমর্যাদা বিশ্বের কাছে তুলে ধরতে হবে -প্রধানমন্ত্রী

বিডিনিউজ : বাণিজ্যের পথ ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সাল নাগাদ বাংলাদেশের রফতানি আয় ৯১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। বিদেশে বাংলাদেশের ব্যবসা সম্ভাবনাকে আরো প্রসারিত করতে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে পরিচিতিমূলক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদাকে বিশ্বের দরবারে তুলে ধরার মতো অনেক সম্পদই আমাদের আছে। তবে ব্যবসা-বাণিজ্য খাতের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং আমার মতে সবচেয়ে কার্যকর উদ্যোগ। একটি দেশের সার্বিক অগ্রগতির জন্য ইতিবাচক ভাবমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এটি নির্ভর করে পারপরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং অন্য কর্মকান্ডের ওপর।

তিনি বলেন, চীনসহ বিশ্বের অনেক দেশে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সংযোগ রক্ষা করা গেলে এ দেশের অর্থনৈতিক কর্মকান্ডে আরো গতিশীলতা আসবে। এজন্য বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে তিনি জানান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং নির্যাতিত ২ লাখ মা-বোনকে স্মরণ করেন। তিনি বলেন, আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আজকের যে পশ্চাৎপদতা তার অন্যতম কারণ দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতি এবং অতীতের সরকারগুলোর অদূরদর্শিতা বা ভুল পদক্ষেপ। এসব সমস্যা কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনলাইন আপডেট

আর্কাইভ