DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফটো

একজন রাজনৈতিক নেতার অনন্য দৃষ্টান্ত

WhatsApp Image 2025-02-26 at 22.08.31_39fbcfc7

২০২২ সালে করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে দিপু নামের ছোট্ট শিশুটি তার বাবা-মাকে হারায়। সেই হৃদয়বিদারক সময়ে স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মায়ার পরশ বুলিয়ে দেন ছোট্ট দিপুর মাথায়, কোলে তুলে নেন তাকে।

WhatsApp Image 2025-02-26 at 22.08.32_6e217419

তিন বছর পর, পুনরায় পঞ্চগড়ে এসে তিনি আবারও দিপুকে বুকে টেনে নেন। ঘোষণা দেন— যতদিন পর্যন্ত দিপু সাবালক না হবে, ততদিন তার সকল ধরনের ভরণ-পোষণের দায়িত্ব জামায়াতে ইসলামী গ্রহণ করবে।

একজন রাজনৈতিক নেতার এমন মহানুভবতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তিও যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে দুঃখী মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।