DailySangram-Logo-en-H90

পাঠকের অভিমত

গ্রন্থ আলোচনা

‘ইক্বরা’ খন্দকার রুহুল আমিনের ব্যতিক্রমী সঙ্কলন

ইসলাম একটি পরিপূর্ণ ও শ্বাশত জীবন বিধান। মানবজীবনের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে দেওয়া হয়নি।

Printed Edition
Untitled-1

ইসলাম একটি পরিপূর্ণ ও শ্বাশত জীবন বিধান। মানবজীবনের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে দেওয়া হয়নি। আছে সম্ভবনা ও দিকনির্দেশনার কথাও। মানুষ যাতে ইসলামী জীবনবিধান যথাযথভাবে অনুসরণ করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারে এজন্য কুরআন ও সুন্নাহর মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আর তা মানুষের মাঝে যুগে যুগে সহজ, সরল, সাবলীল, প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন একদল নিবেদিত প্রাণ গবেষক, গ্রন্থকার, বক্তা, ভাষ্যকার, লেখক, প্রাবন্ধিক ও সঙ্কলকগণ। আর এই দুঃশাসিক অভিযাত্রার অভিযাত্রী হয়েছেন তরুণ, প্রতিশ্রুতিশীল লেখক ও সঙ্কলক খন্দকার রুহুল আমীন। তিনি তার সঙ্কলিত ইসলামের মৌলিক বিষয় সঞ্চয়ন ‘ইকরা’ সঙ্কলনের মাধ্যমে এই মহতি কাজের আঞ্জাম দিয়ে উম্মাহকে উপকৃত করেছেন।

মাবনজীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা এবং কুরআন-সুন্নাহর দিক নির্দেশনা নিয়ে গ্রন্থটিতে বিভিন্ন অধ্যায় সন্নিবেশিত করা হয়েছে। প্রথম অধ্যায়ে আল কুরআন শিরোনামে উলুমূল কুরআন স্থান পেয়েছে। এতে পবিত্র কুরআনের পরিচয়, আয়াতের প্রকারভেদ, অবতরণ ভেদে সূরার বৈশিষ্ট্য, সিজদার আয়াতসমূহ, ইলমুত-তাজবীদকে হৃদয়গ্রাহী করে উপস্থাপন করা হয়েছে। স্থান লাভ করেছে, তাওহীদ, দাওয়াত, আন্দোলন, ইসলামী আন্দোলন, সংগঠন, তাকওয়া, বাই’আত, ইনফাক ফি সাবিলিল্লাহ, ঈমানী পরীক্ষা/ ত্যাগ ও কুরবানী, আনুগত্য, ইসলামী সমাজ বিনির্মাণের প্রচেষ্টা/ জিহাদ ফি সাবিলিল্লাহ, সবর ও তাওয়াক্কুল, সত্যের সাক্ষ্য, শাহাদাত, ঈমান, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, ইসলামী রাষ্ট্রব্যবস্থা/রাষ্ট্র প্রধানের দায়িত্ব ও কর্তব্য, ইহতিসাব/ব্যক্তিগত রিপোর্ট, প্রশিক্ষণ, সাহাবীদের গুণাবলী, মু’মিনের গুণাবলী, সালাত, সাওম (রোজা), হজ্জ, পর্দা, হিজাব, কবীরা গুনাহ, আত্মশুদ্ধি, পরামর্শ, মুয়ামালাত (লেন-দেন), ইসলামী অর্থব্যবস্থা, যাকাত/সাদাকা, ঋণ/করযে হাসানা, মুয়াশারাত, পিতা-মাতা, আত্মীয়, প্রতিবেশী ও অধীনন্তদের সাথে আচরণ, সন্তানের সাথে আচরণ, মুমিনদের পারস্পরিক সম্পর্ক, ইসলামী নেতৃত্বের/ দায়িত্বশীলের গুণাবলী সহ নানাবিধ বিষয় প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করা হয়েছে।

চতুর্থ অধ্যায়ে সংকলক অতিপ্রয়োজনীয় মাসাআলা-মাসায়েল নিয়ে এক নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন করেছেন। এতে স্থান লাভ করেছে তাহারাত; গোসল, অযু, তায়াম্মুম, ইন্তিঞ্জার আদব, আযান ও ইকামাত, সালাত, কসর সালাত, সালাতের নানাবিধ মাসআলা, সালাতুত তাহাজ্জুদ, লাইলাতুল ক্বদরের সালাত, ইস্তিখারার সালাত, জানাযার সালাত, সালাতুল হাজত, তাহিয়্যাতুল অযুর সালাত, তাহিয়্যাতুল মাসজিদের সালাত, সালাতুত তাসবীহ, সালাতুল ইস্তিসকা, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ সহ বিভিন্ন ধরনের সালাতের নিময়-পদ্ধতি বর্ণনা করা হয়েছে। একই সাথে সাওম, যাকাত, উশর, হজ্জ, ওমরা, কবীরা গুনাহ ও জীবনের সকল পাপকে পুণ্যে পরিবর্তনে আল্লাহর নীতির কথা বর্ণনা করা হয়েছে।

পঞ্চম অধ্যায়ে রয়েছে আমপারা, আসমাউল হুসনা ও দরূদ। এ অধ্যায়ে তরুণ সংকলক আসমাউল হুসনার যিকিরের ফযিলত, রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি সালাত ও সালাম পাঠের অর্থ, গুরুত্ব, পদ্ধতি ও ফযিলত, আমপারার অর্থসহ ২৬টি সূরা, সূরা আল-ফাতিহা, ২৮৯-৩১৮সূরা আন-নাস থেকে সূরা আল-বালাদ পর্যন্ত।

একবিংশ শতাব্দীতে এসে ইসলাম ও ইসলাম মূল্যবোধ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। অবক্ষয়ের জয়জয়কার ও মূল্যবোধের বিচ্যুতি এবং বৈশি^ক ইসলামবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের কারণে মানুষ ক্রমেই ইসলাম বিমুখ হতে শুরু করলেও উম্মাহর এই সঙ্কটময় সন্ধিক্ষণে যারা ইসলামী জীবন দর্শন অনুসরণ এবং ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে হৃদয়গ্রাহী করে উপস্থাপন করার ঈমানী ও ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, তরুণ লেখক, সঙ্কলক ও গবেষক খন্দকার রুহুল তাদেরই একজন। আর ইসলামের মৌলিক বিষয় সঞ্চয়ন ‘ইক্বরা’ এক্ষেত্রে তাঁর একটি অন্যবদ্য সৃষ্টি। যা আত্মভোলা মানুষকে ইসলামী আদর্শ ও জীবন দর্শন মেনে চলার ক্ষেত্রে দরুণভাবে উৎসাহী করতে বিশেষভাবে সহায়ক হবে।

আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনে দরবারের তার এই মহতি ও অসামান্য অবদানের জন্য উত্তম প্রতিদানের জন্য দোয়া করছি। আমাদের বিশ^াস সংকলনটি পাঠক সমাজে অধিকতর গ্রহণযোগ্য ও সমাদৃত হবে। সংকলনটির প্রচ্ছদ শিল্পী আলেক হোসাইন। প্রকাশ করেছে পথিকৃৎ প্রকাশন, ৪৫ কম্পিউটার মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০। পৃষ্ঠা ৩২০, মূল্য-৫০০/- টাকা মাত্র।

-সৈয়দ মাসুদ মোস্তফা

কথা সাহিত্যিক ও কলামিস্ট