DailySangram-Logo-en-H90

পাঠকের অভিমত

দেশের কথা মতামতের জন্য সম্পাদক দায়ী নন

পেনশন প্রাপ্তির আবেদন

আমি বন সংরক্ষকের দপ্তর, কোষ্টার সার্কেল বরিশালে ১৮ বৎসর চাকুরি করেছি অফিস সহকারি হিসাবে। ফলে আমার পেনশন আটকে আছে ২৪ বৎসর যাবত।

Printed Edition

আমি বন সংরক্ষকের দপ্তর, কোষ্টার সার্কেল বরিশালে ১৮ বৎসর চাকুরি করেছি অফিস সহকারি হিসাবে। ফলে আমার পেনশন আটকে আছে ২৪ বৎসর যাবত। বিধি মোতাবেক আমি কর্তৃপক্ষের কাছে পেনশনের আবেদন করলে এ বিষয়ে কোন ইতিবাচক ফল পাইনি। আমি একজন গরীব এবং অসুস্থ মানুষ। আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত।

আমার কথা হচ্ছে বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে, অসহায় নির্যাতিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অতীব পরিতাপের বিষয় বর্তমানে প্রতিটি জায়গায় আমলারা কাজ আটকে দিচ্ছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন প্রতিনিয়ত। কর্তৃপক্ষ গায়ের জোরে আমার পেনশন আটকে রেখেছে। ইতিপূর্বে অনেক জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু কোন ইতিবাচক ফল পাইনি।

অতএব অনতিবিলম্বে যাতে আমি পেনশন পেতে পারি সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের মর্জি কামনা করছি।

-শেখ আমজাদ হোসেন

গ্রাম+পো:-চাচড়া (মমিনপাড়া), থানা-কোতোয়ালি, জেলা-যশোর।