মতামত
ব্রিগেডিয়ার আযমীর
শেখ মুজিবুর‘র বাবা ‘কেরানি’ ছিলেন
শেখ সাহেব কোনদিন চাকরি করেন নি, কোন ব্যবসাও ছিলনা তার। উনার লেখা অসমাপ্ত আত্মজীবনীতে আছে উনার বাবা "সেরেস্তাদার" অর্থাৎ কেরানি ছিলেন। কেরানির অর্থ আর কত? উনার বই এ আরো আছে একসময় উনার পূর্বপুরুষদের অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু উনার আমলে এসবের কিছু ছিলনা।
![aman-azomi](https://static.dailysangram.com/images/aman-azomi.original.jpg)
শেখ সাহেব‘র ( শেখ মুজিবুর রহমান) বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী (অব.)।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) রাত ২ টা ৫১ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্ট করেন।
ব্রিগেডিয়ার আযমী লেখেন, শেখ সাহেব কোনদিন চাকরি করেন নি, কোন ব্যবসাও ছিলনা তার। উনার লেখা অসমাপ্ত আত্মজীবনীতে আছে উনার বাবা "সেরেস্তাদার" অর্থাৎ কেরানি ছিলেন। কেরানির অর্থ আর কত? উনার বই এ আরো আছে একসময় উনার পূর্বপুরুষদের অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু উনার আমলে এসবের কিছু ছিলনা।
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর আরও লেখেন, তাহলে, প্রশ্ন হলো, উনি ৩২ নম্বরের জায়গাটা কেনার এবং সেখানে বিল্ডিং নির্মাণ করার অর্থ তিনি কোথায় পেলেন? কেউ আমাকে এর কোন জবাব দিতে পারেন?