DailySangram-Logo

সম্পাদকীয়

মাতৃভাষার মাহাত্ম্য ও গুরুত্ব

মাতৃভাষা মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলেও ইসলাম কোন ভাষাকে অমর্যাদা করতে শেখায়নি। কারণ, এ সৃষ্টিনিচয়ের সবকিছুই আল্লাহর সৃষ্টি ও অকৃপণ দান। ভাষাও এর ব্যতিক্রম নয়। ইসলাম সব ভাষাকে সম্মান করতে শেখায়; কারণ, সব ভাষাই আল্লাহর দান ও তাঁর কুদরতের নিদর্শন।

Printed Edition