কলাম
মনে পড়ে একজন আল্লামার কথা
ইদানীং জমজমাট তাফসীরুল কুরআন মাহফিলের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে একজন আল্লামার কথা খুব মনে পড়ছে।
Printed Edition
হামদুল্লাহ আল মেহেদী
ইদানীং জমজমাট তাফসীরুল কুরআন মাহফিলের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে একজন আল্লামার কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে দরদ ভরা সুললিত কন্ঠে কুরআনের বাণী কখনও কখনও দরাজ কন্ঠের হুংকার। তিনি আর কেউ নন। আমি বলছি একজন আল্লামা কথা। একজন শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা।
আমি স্থায়ীভাবে ঢাকা শহরে বাস করি ২০০০ সাল থেকে। এ শহরে বাস করত প্রায় ১ কোটি মানুষ। তখন আমি এটা ভেবে পুলকিত হতাম, এ কোটি অপরিচিত মানুষের ভিড়ে আছেন একজন আল্লামা সাঈদী। যাকে একপলক দেখার জন্য, একটুখানি যার কন্ঠ শোনার জন্য উন্মুখ হয়ে থাকতো সারা বাংলাদেশ। কী মুসলিম, কী অমুসলিম! কী এক অদৃশ্য টান! নাকি কুরআনের মু’জেজা! ইসলাম প্রচারে তিনি ছিলেন একটা জীবন্ত ইতিহাস; কালের কিংবদন্তি।
একসময় ভারতীয় উপমহাদেশে আজিমুশশান, ইছালে ছওয়াব, ওয়াজ ও দোয়ার মাহফিল ইত্যাদির মধ্যে ইসলাম প্রচার সীমাবদ্ধ ছিল। আল্লামা সাঈদীও এসব মাহফিলে বয়ান পেশ করেছেন ১৯৬৭ সাল থেকে। ১৯৭৩ সালে তিনি তাফসিরুল কুরআন মাহফিলের সূচনা করেন। সমসাময়িক বিষয়কে কুরআন-হাদীসের আলোকে বিজ্ঞানভিত্তিক উপস্থাপন করতেন। তাঁর সুললিত অথচ দরাজ কন্ঠের তাফসির মুসলমানদের ধর্ম-কর্মে মনোযোগী হতে উৎসাহিত করতো। অন্য ধর্মের কেউ কেউ তাঁর হাতে ইসলাম গ্রহণ করতেও দেখা গেছে বিভিন্ন সময়।
দল-মত, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সব একাকার হয়ে তাঁর ওয়াজ শুনতো। স্বতন্ত্র স্টাইল সকল ওয়ায়েজ থেকে তাঁকে আলাদা করেছে। এদেশে তিনিই প্রথম তাফসির মাহফিলে কুরআনের ভাবকে বৈপ্লবিকভাবে উপস্থাপন করেন। তাঁর শ্রোতাদের বিরাট একটা অংশ ছিল উচ্চ শিক্ষিত ও যুবক শ্রেণি। একসময় (বিশেষ করে এরশাদের শাসনামলে) তাঁর মাহফিলে নিয়মিত বাধা দেয়ার চেষ্টা করতো কিছু এতিম-বামপন্থি। মাহফিলের দিন ডাকতো হরতাল। দেখা যেত, হরতালে সারাদিন মানুষ বাসায় অবসর সময় কাটিয়ে সন্ধ্যায় দল বেঁধে মাহফিলে চলে আসত। ফলে ‘হরতাল সফল মাহফিলও সফল’।
মাহফিলে ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’ ধ্বনি সাঈদীর মাহফিলেই প্রথম দেখা গেছে। এদেশে ‘ব্যাংক ব্যবস্থায় ইসলামি শরিয়া’ প্রবর্তনে কাজ করাদের অন্যতম তিনি। তাফসির-ওয়াজ ছাড়াও ৮৬টি ধর্মীয় গ্রন্থের রচয়িতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ধর্মীয় শিক্ষা প্রসারে অনন্য অবদান রাখেন। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রতিষ্ঠাতাদের তিনি একজন। আরেক প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাসেমীয়া আলীয়া মাদরাসা প্রতিষ্ঠায় তাঁর প্রত্যক্ষ সহযোগিতা ও পরামর্শ ছিল। তিনি এ মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় দুই যুগ। মাদরাসাটির প্রতিষ্ঠাতা দেশের আরেক প্রখ্যাত আলেম মাওলানা সৈয়দ কামালুদ্দিন জাফরী। সাঈদী সাহেব খুলনা শহরে প্রতিষ্ঠা করেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা ও দারুল কুরআন সিদ্দিকীয়া মহিলা কামিল মাদরাসা। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তাঁর সুযোগ্য সন্তান আলহাজ্ব শামিম সাঈদী। যিনি আল্লামা সাঈদী ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
মাদরাসা শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ’-এর তৎকালীন সভাপতি মাওলানা সাঈদী নিজ জেলা পিরোজপুর শহরে প্রতিষ্ঠা করেন ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’। যার মাধ্যমে এখনো পরিচালিত হচ্ছে বিবিধ শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম। এরমধ্যে মাদরাসা, স্কুল, কলেজ, মহিলা মাদরাসা, কারিগরি স্কুল, মহিলা কারিগরি স্কুল, ইয়াতিমখানা, হেফজ মাদরাসা, কিন্ডারগার্টেন, দাতব্য চিকিৎসালয় অন্যতম।
৫০ বছরের বেশি সময় ইসলামের খেদমত করা আমার ভালোবাসা ও শ্রদ্ধার এ মানুষটিকে একান্তে দেখা ও কথা বলার প্রথম সুযোগ হয়েছিলো যতদূর মনে পড়ে ১৯৯৭ সালের শুরুতে কুমিল্লা যুক্তিখোলা ফাজিল মাদরাসার তাফসির মাহফিলে। তাঁকে ঢাকার শহীদ নগরের বাড়ি থেকে অভ্যর্থনা জানিয়ে সফরসঙ্গী হয়েছিলাম। মাহফিল ছিলো সকাল ১০টায়। সকালে যুক্তিখোলার ‘নাটোপাড়া’য় লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া আলীয়া মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম সাহেবের ছোটভাইয়ের বাড়িতে তাঁর সাথে নাস্তা করার সুযোগে উনার সীমিত আহার ও বিনয়ী স্বভাবের প্রাণবন্ত সময়টা উপভোগ করেছি।
পিরোজপুর-১ আসন থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অর্থাৎ রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। আমাদের দেশে একসময় রাজনীতিতে উচ্চ শিক্ষিতরা থাকলেও তা যেন ধীরে ধীরে কমে আসছে। সমকালীন সময়ে যে কজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী তাদের অন্যতম। তিনি যে রাজনীতির করতেন, সে রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে তাঁর রাজনীতির পিছনের মানুষটির সাথে আমার সখ্যতা আছে। এদেশের একজন প্রথিতযশা আলেম হিসেবে তাঁর অনবদ্য সব অবদানের জন্য আমি তাঁকে গভীর শ্রদ্ধার সাথেই স্মরণ করি এবং আত্মার মাগফিরাত কামনা করি।
আমার মত বাংলাদেশের লাখো মানুষ তাঁকে স্মরণ করে। ধর্মপ্রাণ মানুষের অনুভূতির দিকে তাকিয়ে হলেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়া উচিত ছিলো। রাজনৈতিক জীবনের বাইরে ইসলাম প্রচারে তাঁর অন্যান্য যেসব অবদানের কথা উপরে উল্লেখ করেছি, তা কি সরকার বিবেচনায় নিতে পারতেন না? বয়োবৃদ্ধ মানুষটা জীবনের শেষ কিছুদিন তার পরিবারবর্গের সাথে ইবাদত বন্দেগী করে সময় কাটানোর সুযোগ পেলে আমরা শান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দোয়াই করি ফ্যাসিবাদী খুনি হাসিনা ও হাসিনার দোসররা আল্লামা সাঈদীর প্রতি যে জুলুম করেছেন তার সর্বোচ্চ শাস্তি তারা ইহকাল ও পরকালে ভোগ করবেন।
লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি