কলাম
বিজ্ঞানী হকিং যেন সময়ের দার্শনিক
বর্তমান বিশ্বব্যবস্থা মানুষকে অশ্ব বানিয়েছে। অশ্বের মতো সে দৌড়াচ্ছে এবং দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে-সে অবগতি তার নেই। প্রভুর আদেশ তাই দৌড়াচ্ছে সে। মানুষ যে দাস হয়ে গেল, এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব ছিল সভ্যতার। কিন্তু সভ্যতা সে দায়িত্ব পালন করেনি। আসলে সভ্যতাকে সে দায়িত্ব পালন করতে দেয়নি সভ্যতার শাসকরা।