DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গল্প

ধা রা বা হি ক উ প ন্যা স

পিঁপড়া কলোনি

সবার চোখে হিরো হয়ে উঠলো ফগ। ফগ ছিল খুব ধূর্ত। সে সবগুলো ঘাসফড়িংকে খেয়ে ফেলার পরও কলোনি ছেড়ে গেল না। গোপনে সে পিঁপড়াদের ডিম খেতে শুরু করলো। ততোদিনে কলোনির রানি লিতি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলো।

Printed Edition
sadaf

খন্দকার নূর হোসাইন

সবার চোখে হিরো হয়ে উঠলো ফগ। ফগ ছিল খুব ধূর্ত। সে সবগুলো ঘাসফড়িংকে খেয়ে ফেলার পরও কলোনি ছেড়ে গেল না। গোপনে সে পিঁপড়াদের ডিম খেতে শুরু করলো। ততোদিনে কলোনির রানি লিতি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলো। প্রয়োজন দেখা দিলো নতুন রানির। তড়িঘড়ি করে প্রধানের আসন গ্রহণ করলো লিতির মেয়ে লিয়া। কলোনিতে লিতি বেশ জনপ্রিয় হলেও লিয়ার তেমন জনপ্রিয়তা ছিল না। তাই তার ক্ষমতা হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল। এর থেকে পরিত্রাণের জন্য লিয়া পুরোনো ইস্যুকে সামনে নিয়ে এলো। অ্যান্ডি ও তার দলকে নতুন করে কলোনি বিরোধী বলে প্রচার করতে লাগলো। নিজেদের উপস্থাপন করলো কলোনির মুক্তিকামী হিসেবে। কলোনির নিউজ পেপারগুলোতেও অ্যান্ডিদের কটাক্ষ করে নিউজ ছাপানোর ব্যবস্থা করলো লিয়া। অপরদিকে নিউজ পত্রিকাগুলো ফগের অপকর্মের বিরুদ্ধে সম্পূর্ণ নীরব থাকলেও অ্যান্ডি ও তার দল ঘুমন্ত পিঁপড়াদের চোখ খুলে দিলো।

লিয়া ফগের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে তার নেতৃত্ব শক্তিশালী করলো। ফগ এবার ডিম ছেড়ে গোপনে পিঁপড়েদের ধরে খেতে শুরু করেছে। অ্যান্ডি ও তার দল কলোনির মুক্তির বিরোধী ছিল না বরং ফগের সহযোগিতায় মুক্তি চায়নি। তবুও কলোনির প্রধান নিউজ পেপারগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে লিয়ার অপপ্রচার অনেকাংশেই সফল হলো। এ পর্যায়ে এসে কলোনির পুলিশ পিঁপড়ারা অ্যান্ডি ও তার দলের শীর্ষস্থানীয় সমর্থকদের গ্রেফতার করলো। শুরু হলো বিচার। বিচারে ওদের নির্বাসন দেওয়া হলো। প্রতিবাদে ফেটে পড়লো অ্যান্ডির সমর্থকেরা। রাতের আঁধারে তাদের গ্রেফতার ও হত্যা করতে শুরু করলো কলোনির পুলিশ পিঁপড়ারা। মারা যাওয়া পিঁপড়াগুলো সব ফগের পেটে যেত।

যে পিঁপড়ারা একতার বলে অসম্ভবকে সম্ভব করতো, তারাই আজ দুইভাগে বিভক্ত হয়ে গেল। এভাবে একসময় মধ্যবিত্ত শ্রেণির পিঁপড়ারা খাদ্য সংকটে পড়লো।

একদিন রাতে কলোনির পুলিশের একটি দল অ্যান্ডি ও তার বন্ধুদের নির্বাসনের জন্য কারাগার থেকে বাইরে নিয়ে এলো। জোৎস্নার প্লাবন চলছিল সে রাতে। ঘাসের ডগার শিশিরগুলো চিকচিক করছিল। সেখানে আগে থেকেই ফগ লুকিয়ে ছিল। ফগের পরামর্শেই এমনটা করেছে লিয়া। অ্যান্ডি আগেই এমন কিছুর আশঙ্কা করেছিল। সে ও তার তিনজন বন্ধু বহুকষ্টে ফগের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এলো। অন্যদের সে রাতেই ধরে খেয়ে ফেললো ফগ।

কলোনি ছেড়ে অনেক দূরে চলে এলো ওরা। একটি দ্বীপে আশ্রয় নিলো খুদে দলটি। ওরা দ্বীপের নাম দিলো শেলটার আইল্যান্ড। এখান থেকে কলোনির খবর রাখতো অ্যান্ডি। ফগ ও লিয়ার অত্যাচারে চুপিচুপি আরো পিঁপড়েরা কলোনি ছেড়ে পালিয়ে এলো। কলোনি ছেড়ে পালানো পিঁপড়েদের দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করলো অ্যান্ডি।

দ্বীপটি চারদিক থেকে পানিতে ঘেরা। মাঝখানে বড়ো ছাতিম গাছ আছে। গাছের ঝরে পড়া মরা পাতা নৌকা হিসেবে ব্যবহার করে অ্যান্ডিরা। এভাবেই দ্বীপের বাইরে যাতায়াত করে ওরা। বেশ নিরাপদ জায়গা। ওদের শত্রু কোনো পোকা বা প্রাণী নেই। শুধু মাসে একবার খাবার সংগ্রহের জন্য বাইরে যেতে হয়। সবসময় এখানে খাবার পাওয়া যায় না।

ঝোপের মধ্যে বসে কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিল অ্যান্ডি। বাকিরা ছাতিম গাছের কোটরে বাসা বানানোর কাজ করছে। উঠে দাঁড়ালো ওরাও। খুব শীঘ্রই ঝড়-বৃষ্টি আসবে। ওরা আগেই প্রাকৃতিক দুর্যোগের সংকেত পেয়ে যায়। আল্লাহ ওদের সেই ক্ষমতা দিয়েছেন।

(চলবে)