DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

বই

এ সো জা নি------

অভিধান পাঠ

চলছে ভাষার মাস। বাংলা ভাষা জানা ও বুঝার জন্য মাসটি গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, একটি ভাষা জানার পর আপনা আপনি কিন্তু মানুষ কথা বলতে থাকে। তাকে এ জন্য বই বা ডিকশনারি উল্টাতে হয় না। কেন হয় না? তার মাথার মধ্যে কিছু

Printed Edition
55

চঞ্চল শিহাব

চলছে ভাষার মাস। বাংলা ভাষা জানা ও বুঝার জন্য মাসটি গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, একটি ভাষা জানার পর আপনা আপনি কিন্তু মানুষ কথা বলতে থাকে। তাকে এ জন্য বই বা ডিকশনারি উল্টাতে হয় না। কেন হয় না? তার মাথার মধ্যে কিছু শব্দ থাকে। সে এগুলো ব্যবহার করে কথা বলে। এই যে কিছু শব্দ তার জানা থাকে সেটাই হলো ভোকাবুলারি। এর বাংলা অর্থ শব্দভাণ্ডার। রাহা শব্দ দিয়ে শুরু করি আজকের অভিধান পাঠ। রাহা /বিশেষ্য পদ/ অর্থ = রাস্তা, পথ, উপায়, মুক্তিপথ, সুরাহা। রাহা শব্দের সাথে জড়িত বা সংশ্লিষ্ট অনেক শব্দ প্রচলিত আছে। যেমন রাহাজানি। রাহাখরচ ইত্যাদি। রাহা খরচ হচ্ছে পথখরচা, ভ্রমণকালে গাড়িভাড়াদি উপনিমিত্ত ব্যয়। তোমরা প্রায়ই পত্রিকায় পড়ে থাক রাহাজানি শব্দ। এর অর্থ ছিনতাই ডাকাতি, পরের অর্থ রাস্তার মাঝে ছিনিয়ে নেয়া। ইংরেজি হাইজ্যাক। রাহাজান থেকে এসেছে শব্দটি । রাহাজান /বিশেষ্য পদ/ অর্থ যে ব্যক্তি পথিমধ্যে ডাকাতি করে। ফলে রাহাজানি অর্থ দাঁড়াচ্ছে রাহাজানের বৃত্তি, পথিমধ্যে ডাকাতি বা ছিনতাই। রাহিত্য শুনতে সাহিত্যের কাছাকাছি কিছু মনে হতে পার্। কিন্তু না। এর অর্থ অভাব অনটন। এটি বিশেষ্য পদ = অভাব, বিহীনতা। খেয়াল কর প্রতিটি শব্দের একটি মূল শব্দ আছে। আর সেটা ধরে শাখা প্রশাখায় আরো অনেক শব্দ থাকে। অভিধান পাঠ করে আমরা এগুলো জানতে পারি।

এবারে আরো কিছু বাংলা শব্দরে মানে জেনে নেয়া যাক। বাবলা শব্দটি তোমরা শুনে থাকবে। অনেকের নাম বাবলা। বাবলা /বিশেষ্য পদ/ এর অর্থ হচ্ছে= এক প্রকার কাঁটাওয়ালা গাছ। এই গাছের রস জমিয়ে গঁদ তৈরি হয়। বাবুই তো তোমার চেন। পাখি বিশেষ। যারা ঘরের কোনে বাসা বানায়। অভিধান বলছে, বাবুই /বিশেষ্য পদ/ = চড়াইজাতীয় পাখি; গৃহ নির্মাণে দক্ষ; আবার এক প্রকার সরু লম্বা ঘাস যা পাকিয়ে দড়ি তৈরি হয় সেটাও বাবুই। বাবুই তুলসী শুনতে যাই মনে আসুক এর অর্থ ভিন্ন। এটি /বিশেষ্য পদ/ অর্থ বনতুলসী।

এবার একটি কঠিন শব্দ। অভিধান পাঠের বড় একটা উপকার হলো অনেক কঠিন শব্দে অর্থ এতে পাওয়া যায়। শকল একটি কঠিন শব্দ। সকল বা শিকল নয়। শকল একটি /বিশেষ্য পদ/ এর অর্থ অংশ, টুকরা, মাছের আঁইশ। বোঝ অবস্থা। শকরকন্দ শুনতে যাই মনে আসুক এর কিন্তু ভিন্ন অর্থ আছে। এটি /বিশেষ্য পদ/ এর অর্থ লাল আলু, রাঙা আলু, মিষ্টি আলু। যা এ মওসুমে বেশ পাওয়া যায়। গাছে গাছে মিষ্টি আলুর সুন্দর সুন্দর ফুল ফোটে। বিভিন্ন ছাদ বাগানেও এ গাছ তুমি দেখতে পাবে। আর শকলী? এর দুটি অর্থ ১. /বিশেষণ পদ/ আঁশপূর্ণ। ২. /বিশেষ্য পদ/ মাছ, মৎস্য। আজ এ পর্যন্তই।