বই
হট্টগোলে তদন্ত কমিটি
বেচা বিক্রি বেড়েছে বইমেলায়
যারাই মেলায় আসছেন কিছু না কিছু বই কিনেই মেলাপ্রাঙ্গণ ত্যাগ করছেন। এদিকে মেলায় একটি বিতর্কিত বই নিয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Printed Edition
মেলার এগারতম দিনে এসে বেচাবিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। প্রথম প্রথম ক্রেতারা বইয়ের পৃষ্ঠা ওলটপালট করে বিদায় নিলেও দশদিন পার হওয়ায় কেনায় মনোযোগী হয়েছেন পাঠকরা। যারাই মেলায় আসছেন কিছু না কিছু বই কিনেই মেলাপ্রাঙ্গণ ত্যাগ করছেন। এদিকে মেলায় একটি বিতর্কিত বই নিয়ে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল অমর একুশের বই মেলার প্রায় সব স্টলেই দর্শনার্থী ও ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় ঠেলেই অনেকে বই কিনেছেন বলে জানান বিক্রেতারা। চয়ন প্রকাশনের বিক্রয়কর্মী রাসেল সরকার জানান, মেলার শুরুর দিনগুলোতে মানুষ এসে শুধু বই উল্টেপাল্টে চলে যেত। আবার কেউ কেউ ছবি তুলেই চলে যেত। আজকে অনেকেই বই কিনছেন। সামনের দিনে এটি আরও বাড়বে বলে মনে হচ্ছে।
এদিকে বই মেলায় নতুন নতুন বই আসছে প্রতিদিন। নতুন আসা বইয়ের সংখ্যা কোন কোনদিন শতাধিক হয়ে যায়। আবার কোন একশ’র কাছাকাছি হয়ে যায়। অমর একুশে বইমেলার ১০ম দিনে এসেছে ৮৪টি নতুন বই। এর মধ্যে গল্পের বই আটটি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ পাঁচটি, কবিতা ৩১টি, ছড়া একটি, জীবনী চারটি, রচনাবলী একটি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ একটি, ইতিহাস একটি, রাজনীতি দু’টি, ধর্মীয় তিনটি, অনুবাদ একটি, অভিধান একটিসহ অন্যান্য বই ১১টি ছিল।
এদিকে অমর একুশে বই মেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার বাংলা একাডেমির সচিব ও বই মেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।
সেলিম রেজা বলেন, ঐই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তারপর আমরা একটি সিদ্ধান্তে আসবো। গতকাল বইমেলার ১১ম দিনে মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও সাহিত্য : শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।