DailySangram-Logo-en-H90

আন্তর্জাতিক

দিল্লি যাওয়ার পথে ‘বোমাতঙ্কে’ রোমে জরুরি অবতরণ করলো মার্কিন বিমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। তাই নিরাপত্তা ইস্যুর কারণে বিমানটি ভারতে না যেয়ে ইতালিতে দিকে উড়ে যায়।

অনলাইন ডেস্ক
american-air
দিল্লি যাওয়ার পথে ‘বোমাতঙ্কে’ রোমে জরুরি অবতরণ করলো মার্কিন বিমানNone

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। তাই নিরাপত্তা ইস্যুর কারণে বিমানটি ভারতে না যেয়ে ইতালিতে দিকে উড়ে যায়।

দেশটির রাজধানী রোমে নিরাপদে অবতরণ করেছে ফ্লাইটটি। এরপর যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

বার্তা সংস্থা এএফপির বরাতে রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে , মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের এএ২৯২-২২ ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি ডানা মেলেছিল।

ইতালির এএনএসএ নিউজ এজেন্সি জানিয়েছে, মাঝ আকাশে থাকা অবস্থাতেই ‘কথিত বোমার হুমকি’র বার্তা পেয়ে ফ্লাইটটি ঘুরিয়ে রোমে অবতরণ করা হয়। ফ্লাইটটির যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

এয়ারলাইনটি এক বিবৃতিতে বলেছে, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি বুঝে সহযোগিতার জন্য আমরা আমাদের যাত্রীদের ধন্যবাদ জানাই।