DailySangram-Logo-en-H90

মধ্যপ্রাচ্য

হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরাইলী বন্দী

পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের হস্তান্তরের স্থান ছেড়ে তিন ইসরাইলি বন্দিকে গাজার ভেতরে একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে।

সংগ্রাম ডেস্ক
Printed Edition
Hamas

২২ ফেব্রুয়ারি, ওয়াফা : গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শনিবার বিকেলে তাদেরকে নুসিরাতের শিবির থেকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্ত এসব ইসরাইলি বন্দি হলেন, এলিয়া কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন। এই তিন জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতের হস্তান্তরের স্থান ছেড়ে তিন ইসরাইলি বন্দিকে গাজার ভেতরে একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে।

এদিকে, জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। তবে বন্দি বিনিময় চলমান থাকলেও যুদ্ধবিরতি মানছে না ইসরাইল। গাজার কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলী সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলীবর্ষণ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা জানিয়েছে, দখলে থাকা পশ্চিম তীরে ইসরাইলী বাহিনী দুই ফিলিস্তিনী শিশুকে গুলী করে হত্যা করেছে।