DailySangram-Logo-en-H90

মধ্যপ্রাচ্য

ইসরাইলী পণবন্দী

শিরি বিবাসের লাশ ফেরত পেয়ে যা বলল তার পরিবার

ইসরাইলী পণবন্দী শিরি বিবাসের পরিবার নিশ্চিত করেছে যে, শুক্রবার হামাস শিরি বিবাসের নামে যে লাশ সম্বলিত কফিন হস্তান্তর করেছে, সেটা তারই।

সংগ্রাম ডেস্ক
Printed Edition

ইসরাইলী পণবন্দী শিরি বিবাসের পরিবার নিশ্চিত করেছে যে, শুক্রবার হামাস শিরি বিবাসের নামে যে লাশ সম্বলিত কফিন হস্তান্তর করেছে, সেটা তারই। গত শনিবার এক বিবৃতিতে পরিবারটি বলেছে, ‘আমাদের শিরিকে বন্দীদশায় হত্যা করা হয়েছে। এখন সে নিজ ঘরে ফিরে এসেছে’। বিবিসি ও আনাদোলু। বিবাসের পরিবার বলেছে, ‘১৬ মাস ধরে আমরা নিশ্চয়তা খুঁজছিলাম। এখন সেটা পেলেও এতে কোনো স্বস্তি নেই। তবে আমরা আশা করছি, এটি আমাদের কিছুটা (যুদ্ধ) সমাপ্তির দিকে নিয়ে যাবে’। এদিকে শিরি বিবাসের দেহাবশেষ ফেরতের বিষয়টি ইসরাইলী ফরেনসিক ইনস্টিটিউটও নিশ্চিত করেছে।

দেশটির জাতীয় ফরেনসিক ইনস্টিটিউট শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেছে, শুক্রবার রাতে হামাস কর্তৃক হস্তান্তরিত একটি দেহাবশেষ শিরি বিবাসের বলে চিহ্নিত হয়েছে।

ইসরাইলী গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও চ্যানেল ১২ এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার হামাস চারজন ইসরাইলী বন্দীর লাশ হস্তান্তর করে। তাদের মধ্যে ছিলেন- শিরি বিবাস, তার দুই শিশু সন্তান কফির ও অ্যারিয়েল এবং ৮৩ বছরের ওডেড লিফশিটজ। তবে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার দাবি করেন, হামাস গাজা থেকে বিবাসের পরিবর্তে অন্য এক নারীর দেহাবশেষ ফেরত দিয়েছে।

জবাবে হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইলী বোমাবর্ষণের ফলে দেহাবশেষ দেখে এ রকম বিভ্রান্তি বা ভুল হতে পারে। হামাস জানায়, শিরি ও তার দুই সন্তান কফির ও অ্যারিয়েলকে ইসরাইলী বিমান হামলায় হত্যা করা হয়েছে।

তবে ইসরাইল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেছেন, ফরেনসিক প্রমাণ ইঙ্গিত দেয় যে, কফির ও অ্যারিয়েলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা এই প্রমাণ বিশ্বের বিভিন্ন অংশীদারদের সঙ্গে ভাগ করে নিয়েছি। যাতে তারা এটি যাচাই করতে পারে’। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের কোনো ফরেনসিক প্রমাণ খুঁজে পায়নি।