মধ্যপ্রাচ্য
কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর লাশ কবর থেকে তুলে আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে পুনরায় দাফন করা হবে।
Printed Edition
৩ ফেব্রুয়ারি, দ্য নিউ আরব : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর লাশ কবর থেকে তুলে আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে পুনরায় দাফন করা হবে। এদিন তাকে পূর্ণ সম্মানের মাধ্যমে কবরস্থ করা হবে। হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেম গত রোববার টেলিভিশন ভাষণে এ তথ্য জানান। গত বছরের ২৭ সেপ্টেম্বর লেবানের রাজধানী বৈরুতে দখলদার ইসরাইলের বিমান হামলায় প্রাণ হারান হাসান নাসরুল্লাহ। ওই সময় তিনি হিজবুল্লাহর সদর দপ্তরের একটি বাঙ্কারে ছিলেন। হিজবুল্লাহ প্রধান তার ভাষণে বলেছেন, হাসান নাসরুল্লাহ যখন নিহত হয়েছিলেন ‘তখন পরিস্থিতি ভিন্ন ছিল।’ এ কারণে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে তাদের অস্থায়ীভাবে দাফন করতে হয়েছিল। কিন্তু এখন বড় আকারে তার শেষ বিদায়ের আয়োজন করা হবে। যেখানে অনেক মানুষ উপস্থিত থাকবেন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হাসিম সাফিউদ্দিনকে নিজেদের প্রধান নেতা বানায় হিজুবল্লাহ। কিন্তু এর এক সপ্তাহ পর দখলদার ইসরাইল সাফিউদ্দিনকেও হত্যা করে। নাঈস কাশেম বলেছেন, নাসরুল্লাহর সঙ্গে একইদিনে হাসিম সাফিউদ্দিনেরও শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। তাকেও হিজবুল্লাহ প্রধান হিসেবেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন তিনি। নাসরুল্লাহ ও সাফিউদ্দিন নিহত হওয়ার পর গত ২৯ অক্টোবর নাঈম কাশেমকে নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে গত ২৬ নভেম্বর হিজুবল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারি ইসরাইলি সেনাদের লেবানন ছাড়ার কথা ছিল। তবে এই সময়ে তারা সেখান থেকে যায়নি। শোনা যাচ্ছে, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইসরাইলি সেনারা লেবাননে অবস্থান করবে।