আন্তর্জাতিক
এবার ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের আদেশ দিলেন ট্রাম্প
এবার নিজ দেশের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
![এবার নিজ দেশের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের আদেশ দিলেন ট্রাম্প](https://static.dailysangram.com/images/trump-peny.original.png)
এবার নিজ দেশের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, সরকারি ব্যয় কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
ট্রাম্প লিখেছেন, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের পেনি উৎপাদিত হচ্ছে। বাস্তব হলো, প্রতিটি পেনি উৎপাদনে আমাদের ২ সেন্টের বেশি খরচ হচ্ছে। এটা বড় অপচয়।
যুক্তরাষ্ট্রের মুদ্রা ১ ডলারের শতভাগের এক ভাগ হলো এক পেনি। একে এক সেন্টও বলা হয়। দেশটিতে পেনি উৎপাদনের খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও পেনি উৎপাদন বন্ধে দেশটির কংগ্রেসে একাধিক বিল উত্থাপন করা হয়েছে।