DailySangram-Logo

ইউরোপ

বেলজিয়াম অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে

পারিবারিক পুনর্মিলন ভিসাসহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার।

Printed Edition

৭ ফেব্রুয়ারি, ইনফোমাইগ্রেন্টস : পারিবারিক পুনর্মিলন ভিসাসহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্ত ডে ভেফা তার সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে। সেখানে তিনি জানিয়েছেন, অভিবাসন নিয়ন্ত্রণে, বিশেষ করে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে। তিনি বলেন, “আরও সুশৃঙ্খল এবং আরও মানবিক অভিবাসন নীতির জন্য আমাদের আরও কঠোর হতে হবে।” ২০২৪ সালে বেলজিয়ামে ৩৯ হাজার ৬১৫টি আশ্রয় আবেদন জমা পড়েছিল, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক ছয় শতাংশ বেশি। অন্যদিকে সারা বছরে ৩৬ হাজার ২০০ জনকে রাখার মতো ব্যবস্থা আছে দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে।

গত বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, বেলজিয়ামে বসবাসরত জনগোষ্ঠীর পাঁচ দশমিক দুই শতাংশ ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় কোনও দেশের অভিবাসী। যুদ্ধের প্রেক্ষিতে ইউক্রেন থেকে ৭৭ হাজার ৬৪৫ জন দেশটিতে প্রবেশ করেছেন। দ্য কমিশনার জেনারেল ফর রিফিউজ্যিস অ্যান্ড স্টেটলেস পার্সনস এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বেলজিয়ামে ১১ হাজার ৬১টি আবেদন শরণার্থী ও সহায়ক সুরক্ষার স্বীকৃতি পেয়েছিল। সে সময় আবেদন গ্রহণের হার ছিল ৪৩ শতাংশ। সে বছর সুরক্ষা পাওয়া নাগরিকদের মধ্যে শীর্ষে ছিলেন সিরিয়ান, আফগান, ইরিত্রিয়ান ও ফিলিস্তিনিরা। মূলত গত ৩ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডে ভেফা। ডানপন্থিদের নিয়ে গঠিত জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পার্লামেন্ট দেয়া ভাষণে তিনি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।

তার দল এন-ভিএ পার্টি থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এমন একটি সরকার গঠন করছি যা বাজেটকে স্বচ্ছ করবে, একটি ন্যায্য সামাজিক নীতি বাস্তবায়ন করবে, এ যাবৎকালের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করবে... এবং নিরাপত্তায় বিনিয়োগ করবে।” ডে ভেফার এন-ভিএ ইউরোপীয় পার্লামেন্টের কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত ইউরোপীয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফোর্মিস্ট (ইসিআর) এর সদস্য। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলানি এবং চেক প্রধানমন্ত্রী পেত্রা ফিয়ালার দলগ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার।