DailySangram-Logo

ইউরোপ

ইউএসএইডের কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা আদালতে স্থগিত

বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থায় অর্থ সহায়তা প্রদানকারী মার্কিন সরকারি সংস্থা ইউএসএইডের প্রায় ২ হাজার ৭০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত যে নির্বাহী আদেশ

Printed Edition

৮ ফেব্রুয়ারি, রয়টার্স : বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থায় অর্থ সহায়তা প্রদানকারী মার্কিন সরকারি সংস্থা ইউএসএইডের প্রায় ২ হাজার ৭০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত যে নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা আটকে দিয়েছেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ আদালত।

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকেই ইউএসএইডের প্রতি খড়গহস্ত হন ট্রাম্প। নির্বাহী আদেশ জারির মাধ্যমে ইউএসএইডে আর্থিক তহবিল বরাদ্দ প্রদান ৩ মাসের জন্য স্থগিত করেন, পূর্বসূরি জো বাইডেনের সময় সংস্থাটি থেকে যেসব রাষ্ট্র ও বিদেশী সংস্থাকে সহায়তা লাভ করেছিল, সেসব চুক্তি ও রেকর্ড যাচাইয়ের নির্দেশ দেন এবং সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির পর সেটির বিরুদ্ধে ডিস্ট্রিক্ট আদালতে মামলা করে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইউনিয়ন এবং মার্কিন সরকারে চাকরিরত বিদেশি কর্মীদের সংস্থা অ্যাসোসিয়েশন অব ফরেইন সার্ভিস ওয়ার্কার্স। মামলার শুনানি শেষে বাধ্যতামূলক ছুটিতে স্থগিতাদেশ দেন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক কার্ল নিকোলস।