DailySangram-Logo

ইউরোপ

গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না --এরদোগান

মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, "হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেয়ার ক্ষমতা কারও নেই।" তিনি বলেন, "গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম ফিলিস্তিনীদের।"

সংগ্রাম ডেস্ক
Printed Edition

১০ ফেব্রুয়ারি, ইন্টারনেট : তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, কোনও শক্তিই ফিলিস্তিনীদের তাদের "চিরন্তন" মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না। কারণ, গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম ও আল-কুদস ফিলিস্তিনীদের।

গত রোববার রাতে এক সাংবাদিক সম্মেলনে এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।

মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, "হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেয়ার ক্ষমতা কারও নেই।" তিনি বলেন, "গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেম ফিলিস্তিনীদের।"

ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে "মধ্যপ্রাচ্যের রিভেরা" হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ "দখল" করতে পারে এবং এর বাসিন্দাদের স্থানান্তর করতে পারে। ট্রাম্প প্রস্তাব করেছিলেন, গাজাবাসীদের মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে।

বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখ-ে একটি স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

তবে আরব ও মুসলিম বিশ্ব ইসরাইলী প্রধানমন্ত্রীর ফিলিস্তিনীদের তাদের জমি থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ধারণার তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তারা ফিলিস্তিনীদের তাদের পূর্বপুরুষের ভূমি গাজা থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে সমস্ত ধারণার স্পষ্ট বিরোধিতা করেছে।

যা জানাল মস্কো : সোমবার ক্রেমলিন জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ভূখ- কেনার পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে। ট্রাম্প রবিবার বলেছেন, তিনি গাজা কেনার এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিধ্বস্ত জমির কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকে পুনর্নির্মাণের অনুমতি দিতে পারেন। ট্রাম্পের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে আরব বিশ্বসহ অনেক দেশ। ট্রাম্পের পরিকল্পনা মস্কোর কাছে গ্রহণযোগ্য কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ উল্লেখ করেছেন, গাজায় ১২ লাখ মানুষ বাস করে।

পেসকভ একটি সম্মেলন আহ্বানে বলেন, “যদি আমরা একটি সুসংগত কর্মপরিকল্পনার কথা বলি, তাহলে এখানে কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা উচিত। আমরা সেখানে বসবাসকারী প্রায় ১.২ মিলিয়ন ফিলিস্তিনীদের কথা বলছি এবং এটি সম্ভবত মূল সমস্যা।”

পেসকভ বলেন, “এরা সেইসব লোক যাদেরকে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এরকম অনেক প্রশ্ন রয়েছে। আমরা এখনও বিস্তারিত জানি না, তাই আমাদের ধৈর্য ধরতে হবে।”