DailySangram-Logo

আমেরিকা

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য -পিয়ংইয়ং

পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে কোনও আলোচনায় বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মাথাব্যথা নেই উত্তর কোরিয়ার।

Printed Edition

৮ ফেব্রুয়ারি, কেসিএনএ, রয়টার্স : পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে কোনও আলোচনায় বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মাথাব্যথা নেই উত্তর কোরিয়ার। তাদের দেশ ও জনগণকে শত্রুদের হুমকি থেকে রক্ষা করতে এসব অস্ত্র তৈরি করা হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং এই দাবি করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে রাষ্ট্রপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, খুব স্পষ্ট করে আমরা আবারও জানাতে চাই যে, পারমাণবিক অস্ত্র দিয়ে কারও স্বীকৃতি পাওয়া বা দরকষাকষি নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। বরং আমাদের পারমাণবিক শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত, যা আমাদের দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা দ্রুত নির্মূল করতে সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকের পর এই বিবৃতি এলো। বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।