DailySangram-Logo

আন্তর্জাতিক

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষে নিহত ৩‌৩

ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান এবং ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান।

অনলাইন ডেস্ক
ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষে নিহত ৩‌৩

ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান এবং ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সরকারি বিবৃতি অনুসারে, দুইজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। তবে তারা বিপদমুক্ত এবং চিকিৎসার জন্য তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স এবং বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হলে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় যৌথ বাহিনী একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল এবং পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে।

কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের শনাক্ত করা হচ্ছে। অনুসন্ধান অভিযান চলছে এবং সংঘর্ষস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি