DailySangram-Logo

আন্তর্জাতিক

গাজা আমরা পাব : ট্রাম্প

এটা করা কোনো জটিল বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি ওই ভূমির নিয়ন্ত্রণে থাকে—তাহলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে।”

অনলাইন ডেস্ক
trump_gaza

ডোনাল্ড ট্রাম্প এর কাছে গাজা কেনার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, ‘আমরা কিনছি না। কেনার কিছু নেই, আমরা গাজা পাব।’ ট্রাম্প বলেন, কেনার কোনো কারণ নেই। এটি গাজা, যুদ্ধবিধ্বস্ত এলাকা।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটা করা কোনো জটিল বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি ওই ভূমির নিয়ন্ত্রণে থাকে—তাহলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে।”

বৈঠকে তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের একটি “হীরার টুকরা” বানানোর সম্ভাবনার কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি রিয়েল এস্টেটে দারুণ ক্যারিয়ার গড়েছি। আমি যা করেছি, সেটার পর প্রেসিডেন্ট হয়ে মানুষের জন্য আরও ভালো কিছু করা সম্ভব।”

ফিলিস্তিনিরা তাদের জমি ছেড়ে যেতে বাধ্য করার প্রচেষ্টা যুগের পর যুগ ধরে প্রতিরোধ করে আসছেন, যদিও ইসরায়েলি দখলদারত্ব অব্যাহত রয়েছে।

ট্রাম্পের গাজা প্রস্তাবনায় হোটেল, অফিস এবং "রিভিয়েরা" ধাঁচের পরিবেশ থাকবে বলে জানানো হয়েছে। যেটি অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে যান, যদিও অধিকাংশের বাড়িঘর ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগই হেঁটে হেঁটে তাদের ভিটেমাটিতে ফেরেন।