DailySangram-Logo-en-H90

সেবা

আমান এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক

বিবি হাজেরা ও দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য চিকিৎসক এবং সমাজসেবক ডাঃ ইমরান হাসিম এর অর্থায়নে আমান এর মাধ্যমে বিবি হাজেরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র হতে ৫০০০ হাজার এর অধিক প্রশিক্ষণ প্রাপ্ত থেকে ১০০০ জনকে সেলাই মেশিন, সনদ এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2025-02-18 at 12.53.13_71ddcb52

ড. মুহাম্মদ আবু ইউসুফ, ফাউন্ডার সেক্রেটারী জেনারেল, আমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন আমান স্বাস্থ্য, শিক্ষা, ইয়াতীম পালন, গৃহ নির্মান, কারিগরি দক্ষতা বৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহ ও খাদ্য সহায়তা দানের মাধ্যমে দরিদ্রতা হ্রাসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মজিদ, চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য চিকিৎসক, সমাজসেবক এবং আমানের ডোনার ডাঃ ইমরান হাসিম, মেজর জেনারেল (অবঃ) মাহবুব উল আলম এনডিসি, পিএসসি এবং মোঃ জিল্লুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এনজিও ফেডারেশন। সভাপতিত্ব করেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমান, এবং সাবেক ডীন, ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

WhatsApp Image 2025-02-18 at 12.48.54_1ef646d0

অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, সমাজের অসহায় মানুষের জন্য আমাদের সকলেরই সাধ্য অনুযায়ী অবদান রাখা উচিত, এবং তিনি দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমান এবং ডাঃ ইমরান হাসিমির প্রশংসা করেন।

ডাঃ ইমরান হাসিম তাঁর বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত নারীগণকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান মাধ্যমে তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান। যাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা তাদের পরিবারের জন্য বিশেষভাবে অবদান রাখতে পারে এবং আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে দরিদ্রতার অভিশাপ হতে মুক্তি পেতে সক্ষম হয়। তিনি আরও বলেন ভবিষ্যতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, সমাজ হতে দরিদ্রতা বিমোচনের লক্ষ্য নিয়ে আমান তার যাত্রা শুরু করে এবং সেই গন্তব্যের পথে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে চলছে, ভবিষ্যতে জনকল্যানে আরো অবদান রাখবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।

WhatsApp Image 2025-02-18 at 12.48.54_02ea8bde

দ্বিতীয় ধাপে সেলাই মেশিন বিতরণের কার্য়ক্রম ১৭ ফেব্রুয়ারী কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প -১০ ও ১৫ তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে ৮০০ সেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বশেষ ধাপে ১৮ ফেব্রুয়ারী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আরো ২০০ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে অসহায় গরীবদের মাঝে ২০০০ ফুড প্যাক বিতরণ করা হয়।