DailySangram-Logo-en-H90

অর্থনীতি

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন এনেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অনলাইন ডেস্ক
bbank
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।None

আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন এনেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময় সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময় সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।