DailySangram-Logo

ব্যাংক-বীমা

ইন্স্যুরেন্স সেবায় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইয়োর ক্যাম্পাসের অংশীদারিত্ব

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক, সাশ্রয়ী এবং শিক্ষার্থীবান্ধব ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করতে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইয়োর ক্যাম্পাস এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Printed Edition
image001

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক, সাশ্রয়ী এবং শিক্ষার্থীবান্ধব ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করতে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইয়োর ক্যাম্পাস এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের আর্থিক সুরক্ষা প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইতোমধ্যে দেশের ৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের ইন্স্যুরেন্স কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করছে। স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার ফলে তারা শিক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা অর্জন করেছে। অন্যদিকে, ইয়োর ক্যাম্পাস বাংলাদেশে ২৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের আধুনিক ও ইনোভেটিভ সেবা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ৭৫,০০০-এরও বেশি শিক্ষার্থীকে “শিক্ষার্থী-কেন্দ্রিক” বিভিন্ন স্মার্ট সেবা প্রদান করছে, যা তাদের ক্যাম্পাস জীবনের প্রতিদিনকার অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।

YOUR Insurance সেবা, যা ইয়োর ক্যাম্পাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজলভ্য ইন্স্যুরেন্স পলিসি প্রদান করছে। শিক্ষার্থীরা এই সেবার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষিত হতে পারবেন। ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তারা আংশিক অক্ষমতা, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু এবং অসুস্থতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে সুরক্ষা পেতে পারে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই ইন্স্যুরেন্স সেবা নিয়ে কাজ করবে বিধায় এ সার্ভিসের কোয়ালিটি, বীমা দাবি নিষ্পত্তি, ২৪/৭ সাপোর্ট, খোঁজ-খবর নেয়া ইত্যাদি বিষয়ে ইয়োর ক্যাম্পাস যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ।

এই সেবা অন্তর্ভুক্ত করবে:

➢ অসুস্থতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় (Sickness or Accidental Medical Reimbursement): শিক্ষার্থীরা অসুস্থতায় বা যেকোনো দুর্ঘটনা ঘটলে চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন।

➢ আংশিক অক্ষমতা (Partial Disability): যদি কোনো দুর্ঘটনা বা অঘটনের কারণে শিক্ষার্থীর আংশিক অক্ষমতা হয়, তবে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবেন।

➢ দুর্ঘটনাজনিত মৃত্যু (Accidental Death): দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

➢ স্বাভাবিক মৃত্যু (Natural Death): যদি কোনো শিক্ষার্থী স্বাভাবিক মৃত্যুর শিকার হন, তবে তাদের পরিবারের জন্য জীবন বীমা প্রদান করা হবে।

ইয়োর ক্যাম্পাসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মিলজার রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জেনিথ লাইফের পক্ষে এস এম নুরুজ্জামান, সিইও এবং সেক্রেটারি জেনারেল-বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও সিআরও মো. ইসতিয়াক উদ্দিন এবং জেনিথ লাইফের এস ভিপি মোঃ শাহাদাত হোসেন এবং ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে আরও নিরাপদ এবং নিশ্চিত বোধ করবে। তাদের ঝুঁকিমুক্ত রাখতে এবং ক্যাম্পাস জীবনের উন্নত অভিজ্ঞতা দিতে এই যৌথ উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।