DailySangram-Logo-en-H90

কৃষি

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার কৃষকরা

ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের। অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার চাষিরা। কৃষকরা বলছেন, তেল, সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

সলঙ্গা (সিরাজগঞ্জ) ফারুক আহমেদ : ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের। অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার চাষিরা। কৃষকরা বলছেন, তেল, সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে। পশু খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা লেগেই থাকে। অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। সংশ্লিষ্ট কৃষি অফিসের সুষ্ঠ পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরা এবারে ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন বলে সূত্রে জানা গেছে। ভুট্টা চাষে খরচ কম। ফলন, দাম ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল আবাদেও আগ্রহ বেশি বলে কৃষি অফিস দাবি করেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে এ বছরে উপজেলায় মোট ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছর ছিল ৪৬৫ হেক্টর। নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের কৃষক আব্দুস সবুর জানান, গত বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি। ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের কৃষক রহমত আলী বলেন, ইরি-বোরো আবাদের চেয়ে ভুট্টা চাষে খরচ কম। ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক বেশি লাভ হয়। তাই কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি আর নদীর ধারে চর জমিতে কৃষকরা ভুট্টা চাষ বেশি করছেন। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সব সময় সহযোগিতা ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনাও দেয়া হয়েছে। প্রাকৃতিক কোন দুর্য়োগ না হলে এবারে ভুট্টা চাষে কৃষকরা কাক্সিক্ষত লক্ষে পৌঁছতে পারবে।