DailySangram-Logo-en-H90

অর্থনীতি

অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্স নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
WhatsApp Image 2025-02-23 at 15.13.54_ea6037e7

অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্স এর বাৎসরিক সাধারণ সভা গত ২২-০২-২০২৫ ইংরেজি তারিখে ইসলামী ব্যাংক রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি ঢাকা এর মিলায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং উপস্থিত সদস্যদের গোপন ভোটে ২০২৪ -২০২৫ ইংরেজি বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নূতন কমিটিতে জনাব নুরুল ইসলাম খলিফা- সভাপতি ,জনাব আবুল বাশার সহ-সভাপতি, জনাব আব্দুস সাদেক ভূঁইয়া -সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জনাব মোঃ ফয়জুল কবির -সাংগঠনিক সম্পাদক, জনাব এ এ এম হাবিবুর রহমান- অর্থ সম্পাদক,জনাব জালাল উদ্দিন -প্রচার ও প্রকাশনা সম্পাদক ,জনাব তোফাজ্জল হোসাইন- সমাজ কল্যান সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং সদস্য হিসাবে জনাব শহিদুল ইসলাম খন্দকার ,জনাব এস এ এম সালেহ ও জনাব ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার নির্বাচিত হন।