DailySangram-Logo-en-H90

বাংলাদেশ

বারিতে কারিগরি কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে রবিবার (২৩ ফেব্রুয়ারি) কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে মৎস্য অধিদপ্তরের কারিগরি কর্মচারীদের জন্য "মাছের নমুনায় কীটনাশকের উপস্থিতি" শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition
94256519-1744-4d50-ba63-25391dc04c57

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে রবিবার (২৩ ফেব্রুয়ারি) কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে মৎস্য অধিদপ্তরের কারিগরি কর্মচারীদের জন্য "মাছের নমুনায় কীটনাশকের উপস্থিতি" শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মো. মাকসুদুল হক ভূঁইয়া। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. এ কে এম জিয়াউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. কফিল উদ্দিন।

প্রশিক্ষণে কীটনাশকের উপস্থিতি শনাক্তকরণ, তার প্রতিক্রিয়া ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।