রাজনীতি
মগবাজারে জামায়াতের গণসংযোগ ও মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে গত শুক্রবার ঢাকা উত্তরের ৩৫নং ওয়ার্ড মহল্লায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে গত শুক্রবার ঢাকা উত্তরের ৩৫নং ওয়ার্ড মহল্লায় গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার। গণসংযোগে উপস্থিত ছিলেন থানা আমীর মোঃ ইউছুফ আলী মোল্লা, নায়েবে আমীর নুরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য, আকতার হোসাইন, শামীম হোসাইন, মহিউদ্দিন গাজী, ওয়ার্ড সভাপতি আব্দুল বাশির ইকবাল হোসেইন, আশিকুর রহমান প্রমুখ।
গণসংযোগ ও মিছিলটি মগবাজার চান জামে মসজিদ গেট থেকে শুরু হয়ে মগবাজারের বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে ওয়্যারলেস মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিরপুর দক্ষিণ থানা জামায়াতের বিক্ষোভ : প্রয়োজনে নতুন আইন তৈরি করে শেখ হাসিনাসহ আওয়ামী-বাকশালীদের সকল খুন, গুম ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানার আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল।
বাদ আসর থানা জামায়াত আয়োজিত ফ্যাসিস্ট, পতিত আওয়ামী সরকারের গুম, খুন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, স্বৈরাচারী শেখ হাসিনাসহ সকল হত্যাকারীর বিচার নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং চাঁদাবাজি বন্ধের দাবীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে মধ্যপাইপাড়া ছাপাখানা মোড়ে গিয়ে শেষ হয়। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মিরপুর দক্ষিণ থানার সেক্রেটারি রাকিবুল ইসলাম অফিস সম্পাদক রবিউল ইসলাম, থানা বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক শাহাবুল আলম, থানা তারবিয়াত ও যুব সম্পাদক আমীর হোসেন বাবলু, থানা সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম, থানা ওলামা সম্পাদক তাফাজ্জল হোসেন খান, থানা প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সাদ বিন জাফর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।