DailySangram-Logo-en-H90

রাজনীতি

ইউএসএইডের মাধ্যমে ২ কোটি ৯০ লাখ ডলার সহায়তা পেয়েছে বাংলাদেশের একটি ক্ষুদ্র বাম দল: ট্রাম্প

ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার নামে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল উন্নয়নে ২৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যার মাধ্যমে বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ার পথ সুগম করা হয়েছে।’

অনলাইন ডেস্ক
ট্রাম্প
ইউএসএইডের মাধ্যমে ২ কোটি ৯০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের একটি ক্ষুদ্র বাম দল: ট্রাম্পNone

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের মাধ্যমে বাংলাদেশে একটি অজ্ঞাত ফার্মকে ২ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দেওয়ার বিষয়ে আবারও কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) শেষ দিনে, স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

সিপিএসিতে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার নামে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল উন্নয়নে ২৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যার মাধ্যমে বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ার পথ সুগম করা হয়েছে।’

এর আগের দিন, ওয়াশিংটনে গভর্নরদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প জানান, যে সংস্থাটি এই বিশাল অঙ্কের অর্থ সহায়তা পেয়েছে, সেটিতে মাত্র দুজন কর্মী রয়েছেন। তার এ বক্তব্যের পর বাংলাদেশসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের স্বল্প পরিচিত একটি প্রতিষ্ঠানের কাছে এত পরিমাণ অর্থ চলে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের একটি সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যার নাম কেউ শোনেনি। তারা শুধু চেক হাতে পেয়েছে! ভাবতে পারেন? একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানে হয়তো এখানে-ওখানে ১০ হাজার বা এক লাখ ডলার পায়, সেটি হঠাৎ করে এত বিশাল অঙ্কের সহায়তা পেয়ে গেল।’

তিনি আরও ব্যঙ্গ করে বলেন, ‘ওই সংস্থায় মাত্র দুজন ব্যক্তি কাজ করেন। তারা এখন নিশ্চয়ই খুব খুশি এবং ধনী হয়ে গেছেন। কিছুদিন পরই হয়তো তারা বড় কোনো ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেবেন!’

ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কিন্তু কেউ কি জানে, এই রাজনৈতিক পরিমণ্ডল আসলে কী? এর প্রকৃত অর্থই বা কী?’

বাংলাদেশের পাশাপাশি ভারত নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইউএসএইডের সহায়তা ভারতের নির্বাচনের জন্যও ব্যবহৃত হয়েছে। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারতকে কেন সহায়তা দেওয়া হবে? তারা তো আমাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে!’