রাজনীতি
ড. সলিমুল্লাহ খান
বাহাত্তরের সংবিধান প্রয়োজনীয়তা হারিয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের দিনই
“শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এটি একটি কঠিন বাস্তবতা। বাহাত্তরের সংবিধান তার প্রয়োজনীয়তা হারিয়েছে সেই দিনেই, যেদিন অন্তর্বর্তী সরকার গঠন হয়ে সবাই তা মেনে নিয়েছে। কারণ, সেই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা ছিল না এবং ড. ইউনূসের নির্বাচনী প্রক্রিয়াও সেখান থেকে অস্পষ্ট।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ড. সলিমুল্লাহ খান বলেছেন, “অনেকে ৭২-এর সংবিধানকে রক্ষা করতে চান, কিন্তু যদি আপনি এটি না পড়েন, তাহলে কীভাবে এর গুরুত্ব বোঝবেন? ৭২-এর সংবিধানে বৈষম্য ছাড়া আর কিছুই নেই। পুরো পৃথিবী বলবে, ৭২-এর সংবিধানে প্রতারণার চিহ্ন রয়েছে।”
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ববি’র গ্রাউন্ড ফ্লোরে একাত্মতার দেয়াল আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
সলিমুল্লাহ খান আরও বলেন, “শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এটি একটি কঠিন বাস্তবতা। বাহাত্তরের সংবিধান তার প্রয়োজনীয়তা হারিয়েছে সেই দিনেই, যেদিন অন্তর্বর্তী সরকার গঠন হয়ে সবাই তা মেনে নিয়েছে। কারণ, সেই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা ছিল না এবং ড. ইউনূসের নির্বাচনী প্রক্রিয়াও সেখান থেকে অস্পষ্ট।”
সভায় সলিমুল্লাহ খান দেশের শিক্ষা ব্যবস্থা, বাংলা ভাষায় শিক্ষায় বৈষম্য, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. মামুন অর রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট সাইদুল হক নিশান, এবং ববির জুলাই বিপ্লব আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় বিশ্বাস শুভ।